Homeখবররাজ্যকলকাতার দুটি লোকসভা আসনের জন্য ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতার দুটি লোকসভা আসনের জন্য ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: শনিবার ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। দেশের ৭টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি কেন্দ্রে এ দিন ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে, যার মধ্যে রয়েছে কলকাতা শহরের ২টি কেন্দ্র – কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। এই দুটি কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে মোট ৩৯৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে ২৪৬০০ আধাসেনাকর্মী। অর্থাৎ এক একটি ভোটকেন্দ্রে গড়ে সাড়ে ৬ জন করে আধাসেনাকর্মী মোতায়েন থাকবেন।

সাম্প্রতিক কালে কলকাতার ভোটে এত বিপুল সংখ্যক আধাসেনাকর্মী মোতায়েন করার নজির নেই। নির্বাচন কমিশনের কাছে যে তথ্য আছে তা থেকে জানা যায়, শহরের ৪.৬% ভোটকেন্দ্র সংবেদনশীল। কলকাতা শহরে যে ৩৯৪৭টি ভোটকেন্দ্র রয়েছে তার মধ্যে ২০৭৮টি কলকাতা দক্ষিণে এবং ১৮৬৯টি কলকাতা উত্তরে। এর মধ্যে ১৮৩টি ভোটকেন্দ্র সংবেদনশীল।

কমিশনের তথ্য অনুযায়ী কলকাতা উত্তরে ১১৭টি এবং কলকাতা দক্ষিণে ৬৬টি ভোটকেন্দ্র সংবেদনশীল। কমিশনের এক আধিকারিক বলেন, “ষষ্ঠ দফায় কিছু বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনার পর কমিশন সপ্তম তথা শেষ দফায় পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যে সব খুঁটিনাটি বিষয় আছে সে সব পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে কমিশন নানা রকম পরিবর্তন করেছে। কমিশন চায় রাজ্যের ৯টি কেন্দ্রের ভোট যেন পুরোপুরি হিংসাত্মক ঘটনাশূন্য হয়।”

কমিশনের সিইও আরিজ আফতাব, স্পেশ্যাল পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা এবং স্পেশ্যাল জেনারেল অবজারভার অলক সিনহার এক ভার্চুয়াল বৈঠকে দেখা গিয়েছে, বেশির ভাগ সমস্যাই তৈরি হয়েছে ভোটকেন্দ্রের চৌহদ্দির বাইরে। তাই ঘটনা ঘটার ১০ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম (কিউআরটি) যাতে ঘটনাস্থলে পৌঁছে যায়, সেই ব্যাপারটি সুনিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের অন্যান্য কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী

শনিবার কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর ছাড়া রাজ্যের আর যে ৭টি আসনে ভোট হচ্ছে সেগুলি হল দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। এই ৭টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৪৭০। এর মধ্যে ৩৬৮২টি অর্থাৎ ২১% ভোটকেন্দ্র সংবেদনশীল।

সবচেয়ে বেশি সংবেদনশীল ভোটকেন্দ্র রয়েছে বসিরহাটে। বিতর্কিত সন্দেশখালি এই বসিরহাট কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রে মোট ভোটকেন্দ্র ১৮৮২, তার মধ্যে প্রায় ৫৮ শতাংশ অর্থাৎ ১০৯৬টি ভোটকেন্দ্র সংবেদনশীল। বসিরহাটের জন্য ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে।

কলকাতা ও বসিরহাট ছাড়া যাদবপুরে ১৬০, দমদমে ১৭৫, ডায়মন্ড হারবারে ১১০, বারাসতে ৮১ এবং জয়নগর ও মথুরাপুরের জন্য ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও পড়ুন

লোকসভা নির্বাচনের প্রচার শেষ, শনিবার শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র-সহ ৫৭টি আসনে ভোট             

সাম্প্রতিকতম

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আপাতত সামান্য ঝড়বৃষ্টি, গরম বাড়লেও তাপপ্রবাহ নয়

দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম। ৩০ এপ্রিলের পর আবার ফিরবে ঝড়বৃষ্টি।

নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের জন্য অনলাইনেই পেনশন আবেদন, রাজ্যে চালু নতুন প্রক্রিয়া

রাজ্যের অসংগঠিত নির্মাণ ও পরিবহণ শ্রমিকরা এবার থেকে অনলাইনে আবেদন করেই পেতে পারেন পেনশন। একমাসেই মিলবে সুবিধা।

মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের উঠতে আর বাধা নেই, শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত রেলের

শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকাল ট্রেনে এবার পুরুষরাও উঠতে পারবেন। ভিড় কমায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কামরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে