election commision of india
নির্বাচন সদন। ছবি সৌজন্যে ডিএনএ ইন্ডিয়া।

ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণা এবং উত্তর দিনাজপুরের ওপরে এ বার বিশেষ নজর থাকবে নির্বাচন কমিশনের। রাজ্যের সব জেলার এসপি, ডিএমদের সঙ্গে ভিডিও-বৈঠকের পর জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

উত্তর ২৪ পরগণার দমদম এবং বারাকপুর এ বার কমিশনের নজর রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং চোপড়ার ওপরে নজর থাকছে কমিশনের। পঞ্চায়েত ভোটের পর থেকেই মাঝেমধ্যে উত্তপ্ত হয়ে উঠছে চোপড়া। দিন কয়েক আগেই চোপড়ায় রাজনৈতিক সংঘর্ষে এক কংগ্রেস সমর্থক নিহত হয়েছেন। এই সব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর দিতে চাইছে কমিশন।

আরও পড়ুন ‘ভবিষ্যতের ভূত’ নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

শনিবারই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা ও উত্তর দিনাজপুর জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে পারেন তিনি। সেখানকার পরিস্থিতি আলাদা ভাবে বিবেচনা করবে কমিশন।  ভোটের আগে কমিশনের কাছে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতেই নজর জেলার দিকে।

এ দিকে শুক্রবারই রাজ্যে পা রেখেছে দশ কোম্পানি আধাসামরিক বাহিনী। ভোটের আগে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি বাহিনী রাজ্যে আনার পরিকল্পনা করেছে কমিশন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here