আবার ভোটপুজো রাজ্যে। ৭ মার্চ হতে পারে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।
কলকাতা: সরস্বতীপুজোর পরই রাজ্যের দুই আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ মার্চ হতে পারে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।

রাজ্যের মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং বাবুল সুপ্রিয়র ইস্তফার পরে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের শেষ দফাতেই এই দুই আসনে ভোটগ্রহণ হতে পারে।
স্বাভাবিক ভাবেই, ওই দিন ভোটগ্রহণের সিদ্ধান্ত হলে ফেব্রুয়ারির শুরুতেই সরস্বতীপুজোর পর বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে বালিগঞ্জ আসনটি বিধায়কশূন্য হয়ে যায়। অন্য দিকে, তুমুল টানাপোড়েনের পর গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। তাই আসানসোল লোকসভা কেন্দ্রটি আপাতত সাংসদশূন্য।
আরও পড়তে পারেন:
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিংহ বিজেপিতে, উত্তরপ্রদেশের ভোটের আগে ফের ধাক্কা খেল কংগ্রেস
সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির বর্তমান কমিটির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ জয়প্রকাশ, রীতেশের
দুর্ঘটনার কবলে কনভয়! অল্পের জন্য প্রাণে বাঁচলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন
শেয়ার বাজারে ম্যাজিক! হাজার পয়েন্ট পড়ে বেলা শেষে সাড়ে ৩০০-র উপরে থিতু হল সেনসেক্স
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।