বাঁকুড়ার বেলিয়াতোড়ে বনকর্মীদের গুলিতে মারা পড়ল একটি বুনোহাতি। বন দফতর সূত্রের খবর, মারথার জঙ্গলে হাতিটির খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন বনকর্মীরা। হাতিটিকে দেখতে পেয়ে ঘুমপাড়ানি গুলি করা হয়। কিন্তু তাতেও হাতিটি ঘায়েল হয়নি। উল্টে বনকর্মীদের দিকে ধেয়ে আসে হাতিটি। তখন বাধ্য হয়েই তাকে লক্ষ করে চার রাউন্ড গুলি করা হয়। তাতেই মৃত্যু হয় হাতিটির। এ কথা জানান এক জন বনকর্মী।
স্থানীয় মানুষজন জানান, গত এক বছর ধরেই এলাকায় তাণ্ডব চালাচ্ছিল হাতিটি। তার তাণ্ডবে ৪ জন স্থানীয় বাসিন্দা নিহত হন। প্রচুর সম্পত্তিরও ক্ষতি করে হাতিটা।
বন দফতরের গুলিতে বাঁকুড়ার বেলিয়াতোড়ে মাস খানেক আগেও একটি হাতির মৃত্যু হয়। এই নিয়ে দ্বিতীয় বার হাতি মৃত্যুর ঘটনা ঘটল এই এলাকায়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।