Homeখবররাজ্যসন্তান পালনে মহিলাদের সমান ছুটি নিতে পুরুষরাও, নির্দেশ কলকাতা হাই কোর্টের

সন্তান পালনে মহিলাদের সমান ছুটি নিতে পুরুষরাও, নির্দেশ কলকাতা হাই কোর্টের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সন্তান পালনের ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার দিতে এবার কলকাতা হাই কোর্টের ঐতিহাসিক নির্দেশ। সোমবার এক শিক্ষকের মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অমৃতা সিংহ জানান, চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে।

বিচারপতি সিংহের পর্যবেক্ষণ অনুযায়ী, সন্তান মানুষ করার দায়িত্ব শুধুমাত্র মায়ের নয়, বাবারও রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে পুরুষেরা কেন বঞ্চিত হবেন? ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের জারি করা একটি আইন উল্লেখ করে বিচারপতি সিংহ জানান, পুরুষদেরও সন্তান পালনে মহিলাদের সমান ছুটি পাওয়ার অধিকার রয়েছে।

বর্তমানে, রাজ্যে কর্মরত মহিলারা সন্তান দেখাশোনার জন্য ৭৩০ দিন অর্থাৎ দু’বছর চাইল্ড কেয়ার লিভ পান, যা সম্পূর্ণ বেতনসহ। তবে পুরুষ কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি মাত্র ৩০ দিন। তার বেশি ছুটি নিলে বেতন কাটা হয়। এই অসমতার বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেছিলেন এক শিক্ষক।

আদালত নির্দেশ দিয়েছে, রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করতে হবে, যাতে পুরুষ কর্মচারীরাও মহিলাদের সমান ছুটি পান। আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে রাজ্যের শিক্ষা ও অর্থ দফতরকে সন্তান পালনের জন্য পুরুষদের ছুটি নিয়ে নির্দেশিকা তৈরির জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় সরকারি ‘সিঙ্গল পেরেন্ট’ পুরুষ কর্মচারীরা মহিলাদের মতোই ৭৩০ দিনের ছুটি পাবেন। তবে দ্বিতীয় বছরে মূল বেতনের ২০ শতাংশ কম দেওয়া হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।

বুধবারও ৭ জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।