bikash ranjan bhattacharya
যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য

কলকাতা: যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ভাঙড়ের এক তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, বিকাশবাবু তাঁর পরিবারকে হুমকি দিয়েছেন।

ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলামের অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে বিকাশবাবু বিকাশরঞ্জন তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন এবং ভোট পরবর্তী সময়ে দেখে নেওয়ার কথাও বলেন।

আরও পড়ুন মোদীর জনসভা শেষে নিষিদ্ধপল্লীতে গিয়ে ধৃত ১১ সমর্থক, অস্বস্তিতে বিজেপি

ঠিক কী ঘটনা ঘটেছিল? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ৪ মে দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার প্রতিবাদ করতে, বিকাশবাবু নজরুল ইসলামের বাড়িতে যান। বাড়িতে তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিপিএমের দলীয় পতাকা যাতে খোলা না হয়, তা জানিয়ে আসেন। এই ঘটনার জেরেই বিকাশবাবুর বিরুদ্ধে থানায় হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নজরুলবাবু। যদিও এই ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যাদবপুরের বাম প্রার্থীর।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন