সাত সকালে আগুন লাগল বউবাজারের একটি বহুতলে। সাড়ে ন’টা নাগাদ ২৭ ওয়েস্টন স্ট্রিটের ওই বহুতলের দোতলা থেকে তীব্র ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত তারা খবর দেন দমকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুতল থেকে ঢিল ছোঁড়া দুরত্বে ফায়ার স্টেশন থাকা সত্ত্বে দমকলে এসে পৌঁছয় বেশ ক্ষণিকক্ষণ পরে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের।
দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই বহতলটিতে।এক দমকল কর্মী জানিয়েছেন, বেসমেন্টে যত্রতত্র ছড়িয়ে থাকা বিদ্যুতের তার থেকে বিপত্তি। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি তাঁর।
আগুনে বহুতলের নীচে থাকা একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় ১ জন আহত হয়েছেন জানা গিয়েছে।
অন্যদিকে আজ দুপুর ১১-৪৫ নাগাদ আগুন লাগে কাটোয়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে। অপারেশন চলাকালীন আগুন লাগে বলে জানা গিয়েছে। আতঙ্কে ওটি ছাড়েন রোগী ও চিকিৎসকরা। আগুন দেখতে পেয়ে নবজাতকদের নিয়ে দ্রুত বেরিয়ে আসেন মায়েরা। ঘটনায় কেউ আহত হননি। আগুনে ভস্মীভূত ওটির কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।