nabanna
নবান্ন। প্রতিনিধিত্বমূলক ছবি

কলকাতা: শনিবার সকালে আচমকা গুলির আওয়াজ শোনা গেল রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে। ঘটনায় প্রকাশ, সচিবালয়ে সকাল সকাল গুলির আওয়াজে আতঙ্ক ছড়ায় উপস্থিত কর্মীদের মধ্যে। তবে হতাহতের কোনো খবর নেই।

জানা গিয়েছে, অনবধানতাবশত এই ঘটনা ঘটেছে। এর ফলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার উপক্রমও হয়েছিল। ডিউটি হস্তান্তরের সময় এই ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর। পর্যাপ্ত সাবধানতা অবলম্বন না করে রাইফেলে গুলি ভরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে যায়। গুলি কারো গায়ে না লাগলেও কান ঘেষে বেরিয়ে যায়। সেই গুলি সামনের একটি বাঙ্কারে গিয়ে লাগে।

আরও পড়ুন: বাপু-চেতনায় গুজরাতকে পিছনে ফেলে দিল কেরল!

জানা গিয়েছে, যে সময় নবান্নে গুলি চলে সে সময় একাধিক উচ্চপর্যায়ের সচিব সচিবালয়ে উপস্থিত ছিলেন। কেন গুলি ভরার ব্যাপারে এতটা উদাসীনতা দেখানো হল অথবা এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here