indian to executed in usa

ওয়াশিংটন: আগামী ২৩ ফেব্রুয়ারি ফাঁসি হতে চলেছে যুক্তরাষ্ট্রে মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত প্রথম ভারতীয় বংশোদ্ভূতের। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ার আদালতে ফাঁসির সাজা শোনানো হয়েছিল রঘুনন্দন ইয়ান্দামুরিকে।

৬১ বছরের এক বৃদ্ধা এবং তাঁর দশ মাসের নাতনিকে খুনের অভিযোগে রঘুনন্দনকে এই সাজা শোনানো হয়েছিল। পুলিশের অভিযোগ, মুক্তিপণের জন্যই এই খুন করেছিলেন তিনি।

অন্ধ্রপ্রদেশজাত রঘুনন্দন এইচ ১বি ভিসায় সে দেশে আছেন। কম্পিউটার সাইন্স এবং ইলেকট্রনিক্সে স্নাতক রঘুনন্দন তাঁর সাজার বিরুদ্ধে আবেদনও করেছিলেন। তবে গত এপ্রিলে সেই আবেদন নাকচ করে দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৩ ফেব্রুয়ারি একটি ইঞ্জেকশনের মাধ্যমে তাঁর ফাঁসি হওয়ার কথা। তবে পেনসিলভেনিয়ার গভর্নরের ফাঁসি স্থগিত রাখার একটি নির্দেশের ফলে হয়তো শেষ মুহূর্তে একটা স্বস্তি পেতেও পারেন রঘুনন্দন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০১৫-তে এই মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন পেনসিলভেনিয়ার গভর্নর টম উল্ফ।

উল্লেখ্য, গত কুড়ি বছরে পেন্সিলভেনিয়ায় কারও ফাঁসি হয়নি। অন্যদিকে ১৯৭৬ থেকে মাত্র তিন জনের ফাঁসি হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here