কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর পরই দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বছরের প্রথম কনকনে শীত অনুভব করবে শহরবাসী।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও শীতল আবহাওয়ার প্রভাব দেখা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বর্ধমানের মতো জায়গাগুলিতে তাপমাত্রা ৭-১১ ডিগ্রির মধ্যে থাকতে পারে। পাহাড়ের কাছাকাছি থাকা এলাকাগুলিতে ঠান্ডা অনুভূতি আরও বেশি হতে পারে।
উত্তর-পশ্চিম শীতল বাতাসের প্রভাব
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তরের হিমেল বাতাস বঙ্গের দিকে প্রবেশ করার কারণেই শীতল আবহাওয়া জাঁকিয়ে বসছে। সোমবার রাত থেকেই এই প্রভাব অনুভূত হতে শুরু করেছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা ইতিমধ্যেই শীতের পোশাক পরতে শুরু করেছেন। তবে, এই শীতল পরিস্থিতিতে আবহাওয়া বিশেষজ্ঞরা বয়স্ক এবং শিশুদের যথাযথ সুরক্ষার পরামর্শ দিচ্ছেন।