ওয়েবডেস্ক: পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের করা মামলায় তথ্য গোপন করার জন্য বিজেপিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। তবে বিজেপি-সহ বিরোধী দলগুলি খুশি নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ জারি করায়। কিন্তু একাংশের টুইটারেতিরা মেতে উঠেছেন ভোটের আগেই অন্য এক ভোটে।
হাইকোর্টের রায় ঘোষণার পরেই প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী একটি টুইট করেন। যেখানে বলা হয়, ‘হাইকোর্টকে বিভ্রান্ত করার জন্য বিজেপির পাঁচ লক্ষ টাকা জরিমানা হয়েছে। বিজেপির হয়ে কে ওই টাকা মেটাবে? ভোট করুন-
অপশনগুলির মধ্যে নাম রয়েছে-বিজয় মালিয়া, ললিত মোদী, নীরব মোদী এবং মেহুল চোকসির’।
বলে রাখা ভালো ওই পোস্ট টুইটারে আসতেই সেটিকে রি-টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। তার পর হু-হু করে বাড়তে শুরু করে মতদানের বহর।
আপনিও মতামত জানাতে পারেন নীচের লিঙ্কে!
Calcutta High Court fines BJP Rs 5 lakhs for misleading court. Who will pay this money for BJP? Vote now
— DIPTANSU CHAUDHURY (@ColDiptangshu) April 12, 2018
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।