আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার গ্রেফতার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এবার ওই চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায়ও গ্রেফতার হলেন সন্দীপ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, এছাড়া ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগও উঠেছে।
সিবিআই সূত্রে জানা গেছে, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে রবিবার আদালতে হাজির করানো হবে। প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে, তাই তাকেও আদালতে তোলা হবে।
এই মামলায় আগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক সিভিক ভলান্টিয়ার, যিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। শনিবার পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছানোর পর তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং নানা ধরনের স্লোগান দেন।
একজন জুনিয়র চিকিৎসক বলেন, “বিচারের দিকে এক পা এগোনো গেল। তবে ঘটনার পর ৩৫ দিন কেন সময় লাগল, সেটাও আমাদের প্রশ্ন।”
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং তাঁর ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ীদের অফিসে ইডি তল্লাশি চালায়। ওই মামলায় আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজত হয়েছে এবং তিনি বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন।