বালির প্রাক্তন বিধায়ক সুলতান সিং প্রয়াত

খবর অনলাইন ডেস্ক: ৭৬ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন।

গত তিন দিন ধরে অ্যাপোলো হাসপাতালে ভরতি ছিলেন সুলতান। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।  পশ্চিমবঙ্গ পুলিশের এক সময়ের দাপুটে আইপিএস আধিকারিক অবসরের পরে যোগ দেন রাজনীতিতে। প্রথমে কংগ্রেসের হয়ে হাওড়া লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সে বার তিনি পরাজিত হন। এর পরে যোগ দেন তৃণমূলে।

২০১১ সালের বিধানসভা ভোটে বালি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সুলতান সিং। বিধায়ক হওয়ার পরে তাঁকে রাজ্য ভুতল পরিবহণ নিগমের চেয়ারম্যান করেছিলে মমতা। ২০১৬ সালে অবশ্য আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। তবে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্য করা হয়েছিল। পরে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন বিধায়কের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্যান্য নেতা-‌মন্ত্রীরাও শোকজ্ঞাপন করেছেন। সুলতান সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। 

আরও পড়তে পারেন: পুনর্গণনা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ৮ বিজেপি প্রার্থী

বিজ্ঞাপন