siliguri incident

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একই পরিবারের চারজনের রহস্যমৃত্যু হল শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায়। খুন না আত্মহত্যা, তা নিয়েই ধন্ধে পুলিশ।

শনিবার সকালে আশিঘরর আউটপোস্ট অন্তর্গত পাপিয়াপাড়ায় এই চারজনের মৃতদেহ উদ্ধার হয়। এ দিন সকালে স্থানীয় এক বাসিন্দা ওই পরিবারের বাড়িতে গেলে সবাইকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। বাড়ির কর্তা বাসু পাল এবং স্ত্রী ললিতা পাল ঝুলন্ত অবস্থায় ছিলেন। অন্য দিকের ঘরের মেঝেতে পড়ে ছিল দু’বছরের পুত্র সুখদেব এবং ছ’বছরের কন্যা সবিতার দেহ। এর পরেই আশেপাশের লোকজনদের খবর দেন তিনি। খবর দেওয়া হয় পুলিশকেও।

ঘটনায় তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। গোটা ঘটনাতেই রহস্য রয়েছে বলে মনে করছে পুলিশ। এটি খুনের ঘটনাও হতে পারে বলে মনে করছে তারা। এই চার জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here