ডায়মন্ড হারবার: ফের আক্রান্ত হলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। শনিবার সকাল দশটা নাগাদ তাঁর ওপরে হামলা চালানো হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে।
ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার গুরুদাসনগরে। এ দিন গুরুদাসনগরে ফুয়াদ হালিমের সমর্থনে একটি মিছিল হয়। অভিযোগ, ওই মিছিল চলাকালীনই তাঁর ওপরে দুষ্কৃতীরা মিছিলে হামলা চালায়। কর্মী-সমর্থকদের বেধড়ক মারধর করার পর কয়েক জন সিপিএম কর্মীকে তুলে নিয়ে চলে যায় বলেও অভিযোগ।
আরও পড়ুন মমতা আমাকে কেন মিষ্টি-কুর্তা পাঠান না: রাজ বব্বর
বাম নেতৃত্বের অভিযোগ, পুলিশকে জানিয়ে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। জেলাশাসক ও কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, ফুয়াদ হালিম ও কয়েক জন সিপিএম কর্মী স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।
কিছু দিন আগেই আক্রান্ত হয়েছিলেন ফুয়াদ। সে বারও অভিযোগ উঠেছিল তৃণমূলেরই বিরুদ্ধে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।