ওয়েবডেস্ক: সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেসন বা এলটিসি বিলে ‘দুর্নীতি’ রুখতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
বিজ্ঞপ্তিতে স্পষ্টতই বলা হয়েছে, সরকারি কর্মীরা এ বার থেকে আর বেসরকারি এজেন্সিকে দিয়ে ভ্রমণের টিকিট কাটাতে পারবেন না। সে ক্ষেত্রে নিজেকেই বাস, ট্রেন অথবা বিমানের টিকিট কাটতে হবে। নচেত, সরকার সেই ভ্রমণের ভাড়া পরিশোধ করবে না।
সূত্রের খবর, সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে ভুয়ো বিল জমা করার অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। এর সঙ্গে কিছু বেসরকারি ট্রাভেল এজেন্সির যোগসাজশের ইঙ্গিতও মিলেছিল। তার পরিপ্রেক্ষিতেই যে কোনো ধরনের ‘নয়ছয়’ রুখতে কড়া পদক্ষেপ করল রাজ্য।
আরও পড়ুন: খরচ বেড়েছে আধার আপডেটের, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, এলটিসি বিধি অনুসারে অধিকার প্রাপ্ত কর্মচারীদের ছুটি এবং টিকিটের মূল্য ফেরত দেওয়া হয় তাঁদের নিজের শহর এবং অন্যান্য জায়গায় ভ্রমণ করার জন্য।