hailstorm
শিল পড়েছে রাস্তায়। দক্ষিণ কলকাতার পাটুলিতে।

কলকাতা: এ যেন পুরো ‘সানডে ধামাকা।’ বিকেলে বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির পর সন্ধ্যায় পুরো কলকাতা জুড়ে তাণ্ডব চালাল কালবৈশাখী।

রবিবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে ঝড়বৃষ্টি দিয়ে সেই মেঘ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতায় এসে পৌঁছোয়। কিন্তু তার আগেই দক্ষিণ কলকাতার একাংশ এবং উত্তর শহরতলির কিছু অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ওপরে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। সেই মেঘ থেকেই প্রথমে বৃষ্টি নামে। একটু পরেই ব্যাপক ভাবে শিলাবৃষ্টি শুরু হয় শহরের দক্ষিণ এবং দক্ষিণপূর্ব অঞ্চলে। ধীরে ধীরে সেই স্থানীয় মেঘটাই উত্তর শহরতলির দিকে ছড়িয়ে পড়ে। তবে এই শিলাবৃষ্টির সঙ্গে কোনো ঝড় হয়নি। সাড়ে সাতটায় ব্যাপক ঝড় শুরু হয় শহরে। সেই সঙ্গে প্রবল বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার ঝড়বৃষ্টির পর সোমবার এবং মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here