তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বড় দায়িত্ব পেলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তাঁকে রাজ্যের নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের অধীন নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে। এই বোর্ডে আরও ৬ জন আইএএস-ডব্লুবিসিএস আধিকারিক রয়েছেন।
বিরোধীদের অভিযোগ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার হিসেবে এই পদ দেওয়া হয়েছে তাঁকে। সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি। ২০২১ সালে বিজেপির টিকিটে হলদিয়া থেকে জয়ী হলেও, সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর।
তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন, “প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং হলদিয়ার উন্নয়নের জন্য কাজ করতে চাই। নেত্রী যে দায়িত্ব দেবেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”
প্রসঙ্গত, তাপসী মণ্ডলের রাজনৈতিক যাত্রা নানা মোড় নিয়েছে। ২০১৯ সালে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে সম্প্রতি হলদিয়া বন্দরকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের আবহ তৈরি হয়। কারও নাম না করেই অভিযোগ করেন, দলের মধ্যেই কেউ কেউ বিভাজনের চেষ্টা করছেন। তখন থেকেই তাপসী মণ্ডলকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনাই সত্যি করেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।
হলদিয়ার বিজেপি নেতারা বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই তাপসী মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। এমনকি, তাঁকে জেলার সভানেত্রীর পদ থেকে সরানো হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ১৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক অনুষ্ঠানে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রকাশ্যে মতবিরোধ হয়। সেই সময় থেকেই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।