আরজি কর মেডিক্যাল কলেজের সুপার ডা. সঞ্জয় বশিষ্ঠকে সরানোর নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হাসপাতালের ডিন ডা. বুলবুল মুখোপাধ্যায়। শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চার তলায় সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধারের পর থেকেই সুপারকে অপসারণের দাবি ওঠে। ঘটনার ৪৮ ঘণ্টা পর সেই দাবিকে মান্যতা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
শুক্রবারের ঘটনার পর থেকে রাজ্য রাজনীতি উত্তপ্ত। হাসপাতালের সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, যার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, সুপার হিসেবে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই এই পদক্ষেপ।
আরজি করের এই মর্মান্তিক ঘটনায় জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়েছে, যা পরে রাজ্যের অন্যান্য হাসপাতালেও ছড়িয়ে পড়ে। জাতীয় স্তরেও চিকিৎসক সংগঠনগুলি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এ বার দেশজুড়ে আরও ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে। সোমবার দেশের বিভিন্ন হাসপাতালে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা, যা এই ঘটনার প্রতি তাদের প্রতিক্রিয়া হিসাবে দেখা যাচ্ছে।
তরুণী চিকিৎসকের দেহে ১১ আঘাতের চিহ্ন, একাধিক ব্যক্তি যুক্ত সন্দেহ