আবারও সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গে। আগামী ৩-৪ দিন রাজ্যের দক্ষিণ অংশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ ঘনীভবনের সম্ভাবনার জেরেই এই বৃষ্টিপাত।
আবহাওয়াবিদদের মতে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নদী ও সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আপাতত টানা অবিরাম বর্ষণের কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার—এই জেলাগুলিতে বৃষ্টির প্রভাব মাঝারি থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
এদিকে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে জলজট বা নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। কৃষিকাজে এই বৃষ্টিপাত কিছুটা সহায়ক হলেও, অতিবৃষ্টির জেরে ক্ষেতের ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্ষার এ হঠাৎ চেহারায় শহরবাসী যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনই উদ্বেগও বাড়ছে দুর্যোগের আশঙ্কায়।
আরও পড়ুন: চিংড়িঘাটায় যানজট মুক্তির পথে বড় পদক্ষেপ, রাস্তা সম্প্রসারণের আগে পুনর্বাসন শুরু কেএমডিএ-র