গোটা পূর্ব ভারত জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জন্য বিশেষ সতর্কতা

0

খবরঅনলাইন ডেস্ক: পূর্ব ভারতের সব রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং গোটা উত্তরপূর্ব ভারতে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর জেরে এ রাজ্যের কিছু কিছু অঞ্চলে নদীতে জলস্ফীতি দেখা দিতে পারে।

বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হড়পা বানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঝাড়খণ্ডের (Jharkhand) ওপরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত যা কি ছুদিনের মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে, এ রাজ্যের ওপরে দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখা আর উত্তরপূর্ব ভারতের ওপরে অবস্থিত একটি নিম্নচাপের ফলে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী দু’তিন দিন উত্তরবঙ্গে (North Bengal) চরম অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে সিকিম আর ভুটানেও প্রবল বৃষ্টি হতে পারে। এর জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর ক্রমশ বাড়তে পারে। বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গে জোরদার বৃষ্টি হচ্ছে। ফলে নতুন করে অতি ভারী বৃষ্টি হলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহারেও (Bihar)। বিহারে প্রবল বৃষ্টি মানে মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া। গত বছর সেপ্টেম্বরে বিহারে ব্যাপক বৃষ্টির ফলে রাজ্যের এই তিন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল। ফলে সে রকম ঘটনার পুনরাবৃত্তি উড়িয়ে দেওয়া যায় না।

এ ছাড়া আগামী কয়েক দিন ঝাড়খণ্ডেও (Jharkhand) প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। স্বাভাবিক ভাবেই ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি মানে দামোদর আর তার শাখা নদীতে জল বাড়তে থাকা। ফলে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির দাপট কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী কয়েক দিনে এই অঞ্চলেও বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েক দফা ভারী বৃষ্টি হতে পারে। ফলে শহর জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.