রাজ্য
পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন
কলকাতা: পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য নির্বাচন কমিশন। একই সঙ্গে এ দিন আদালতে নিরাপত্তা বন্দোবস্তের তথ্যও পেশ করেছে সরকার। মঙ্গলবার ভোট নিরাপত্তা নিয়ে শুনানি ছিল প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশন কেন কেন্দ্রীয় বাহিনী ডাকবে না, সেই নিয়ে কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন […]

কলকাতা: পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য নির্বাচন কমিশন। একই সঙ্গে এ দিন আদালতে নিরাপত্তা বন্দোবস্তের তথ্যও পেশ করেছে সরকার।
মঙ্গলবার ভোট নিরাপত্তা নিয়ে শুনানি ছিল প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। কমিশন কেন কেন্দ্রীয় বাহিনী ডাকবে না, সেই নিয়ে কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ে ভন্ডুল হয়ে যেতে পারে ১৪ মে-র ভোট!
রাজ্য
‘ফোন ট্যাপ করা হচ্ছে, সিআইডি তদন্তের নির্দেশ’ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
শীতলকুচি অডিয়ো ক্লিপ বিতর্কে ফের নতুন ইন্ধন! সিআইডি তদন্তের নির্দেশ?


খবর অনলাইন ডেস্ক: শীতলকুচির ঘটনা নিয়ে দলীয় প্রার্থীর সঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিয়ো ক্লিপ বিতর্কে ফের নতুন ইন্ধন। ফোন ট্যাপ করার অভিযোগ তুলে শনিবার মমতা বললেন, এই ঘটনায় তিনি সিআইডি তদন্তের নির্দেশ দেবেন।
এ দিন পূর্ব বর্ধমানের গলসির সভা থেকে মমতার হুঁশিয়ারি, “কারা ওই ফোনালাপ ফাঁস করেছে তার সিআইডি তদন্ত হবে”। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন তিনি বলেন, “তদন্তে আপনাকেও ছাড়ব না”।
মমতা বলেন, “বিজেপি লোকদের দেখুন, উন্নয়নের কথা বলতে পারছে না। আমি কার সঙ্গে কথা বলছি সেটাকে ট্যাপ করছে। তার মানে কী! আপনাদের সবার ফোন ট্যাপ হচ্ছে। এটা একটা বিরাট স্ক্যাম। সিআইডি তদন্তের নির্দেশ দেব। কে আমরা ফোন ট্যাপ করেছে, তা আমি জানতে চাই। আমি ছেড়়ে দেব না। অনেকগুলো এফআইআর হয়েছে”।
শোনা যায়, শুক্রবার ওই ফোনালাপের অডিয়ো ক্লিপ ‘ফাঁস’ করে বিজেপি। রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেন, “ফোনের একপ্রান্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এবং অন্য প্রান্তে, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা শীতলখুচি কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায়”।
মমতা এ দিন বলেন, “বিজেপি দলবেঁধে এটা পাবলিসিটি করেছে। তার মানে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তুমি করেছে বিজেপি। তোমার দালাল কাউকে দিয়ে এটা তুমি করেছ। কে কে এই খেলায় রয়েছে, তা খুঁজে বের করা হয়ে গিয়েছে”।
মমতা আরও বলেন, “তা হলে প্রধানমন্ত্রী, আপনি আমার ফোন ট্যাপ করেছেন। লজ্জা করে না। প্রধানমন্ত্রীপদ থেকে পদত্যাগ করুন। তার পরে মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না এক জন মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করতে”।
তবে এই অডিয়ো ক্লিপ ছড়ানোর নেপথ্যে তৃণমূলেরই হাত রয়েছে বলে পাল্টা দাবি তুলে শনিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবি, “এ ধরনের টেপের এক মাত্র লক্ষ্য ছিল আরও মেরুকরণ তৈরি করা”।
আরও পড়তে পারেন: মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি অডিয়ো ক্লিপ-কাণ্ডে নয়া মোড়, নির্বাচন কমিশনে বিজেপি
রাজ্য
Bengal Polls 2021: প্রার্থীর মৃত্যুতে জঙ্গিপুর আসনে ভোট স্থগিত রাখল নির্বাচন কমিশন
আরএসপি প্রার্থী প্রদীপকুমার নন্দীর আকস্মিক মৃত্যুতে আপাতত ভোট স্থগিত রাখছে নির্বাচন কমিশন।


খবর অনলাইন ডেস্ক: এক প্রার্থীর মৃত্যুতে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখার কথা শনিবার ঘোষণা করলে নির্বাচন কমিশন।
সপ্তম দফায় আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ হওয়ার কথা ছিল জঙ্গিপুরে। তবে আরএসপি প্রার্থী প্রদীপকুমার নন্দীর আকস্মিক মৃত্যুতে আপাতত ভোট স্থগিত রাখছে নির্বাচন কমিশন।
জনগণের প্রতিনিধিত্ব আইনের বিধি অনুযায়ী, কোনো স্বীকৃত দলের প্রার্থী মারা গেলে, সেই দলটিকে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়া হয়। নিয়মানুযায়ী, নতুন প্রার্থী নিজের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং পুরো প্রক্রিয়া স্কুটিনি এবং মনোনয়ন প্রত্যাহারের সুযোগের সম্পূর্ণ সুযোগ পাবেন ওই নতুন প্রার্থী।
কমিশনের এক মুখপাত্র বলেছেন, “আরএসপি প্রার্থীর মৃত্যুর কারণে ২৬ এপ্রিল মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা ভোটগ্রহণ স্থগিত হয়েছে”। আগামী দিনে এই আসনের জন্য নতুন নির্বাচনের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বয়স হয়েছিল ৭২। প্রদীপবাবুর পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন জঙ্গিপুর ৫৮ নম্বর বিধানসভার আরএসপি প্রার্থী এই প্রবীণ রাজনীতিক। সোমবার, ৫ এপ্রিল তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। তার পর শুক্রবার বিকেলেই প্রদীপের মৃত্যু হয়।
আরও পড়তে পারেন: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব
রাজ্য
Bengal Polls 2021: শীতলকুচির পর এ বার দেগঙ্গা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ
শীতলকুচির পর এ বার দেগঙ্গায় গুলি চালালোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে!


খবর অনলাইন ডেস্ক: শনিবার রাজ্যের পঞ্চম দফার ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল দেঙ্গায়। চতুর্থ দফার ভোটে শীতলকুচির ঘটনার পর ফের এ দিনের ভোটগ্রহণকে সামনে রেখে অভিযোগের আঙুল উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
ঘটনায় প্রকাশ, দেগঙ্গায় শূন্যে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ। হতাহতের কোনো খবর নেই। চাকলা পঞ্চায়েতের ২১৫ নং বুথ কুড়ুলগাছা গ্ৰামের ঘটনা।
তবে কেন্দ্রী বাহিনীর তরফে দাবি করা হয়েছে, দেগঙ্গায় কোনো গুলি চলেনি। পুরো ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, মিডিয়ামনিটরিং-এর মাধ্যমে ঘটনার কথা জানতে পারে কমিশন। এর পরেই রিপোর্ট তলব করা হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোট চলাকালীন শূন্যে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়েকজনকে ধানখেত পর্যন্ত তাড়া করে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে, সেটা তারা বুঝতে পারছেন না। এমনকী লাঠিচার্জেরও অভিযোগ করেছে তারা।
এক স্থানীয় বাসিন্দা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, এক রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে কেউ হতাহত হননি।
পাশাপাশি দেগঙ্গায় সোহাইস্বেতপুর গ্রাম পঞ্চায়েতে ৮১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে।
তবে শেষমেশ দেগঙ্গার কুড়ুলগাছায় গুলি চলেনি বলে জানিয়ে দেয় কমিশন। রিপোর্ট খতিয়ে দেখে সিআরপিএফের দাবিকে মান্যতা দেয় নির্বাচন কমিশন।
আরও পড়তে পারেন: Bengal Polls Live: আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ, সংক্রমণের ভয় নিয়েই ভোটের লাইনে জনতা
-
রাজ্য6 hours ago
Bengal Polls Live: ৪টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
রাজ্য1 day ago
Coronavirus Second Wave: আজ কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক, ভোট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশায় রাজ্যবাসী
-
শিক্ষা ও কেরিয়ার18 hours ago
ICSE And ISC Exams: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল আইসিএসই বোর্ড