দর্শক-শ্রোতাদের মন ভরাল ‘উত্তরপাড়া পদাতিক’-এর প্রথম শ্রুতিনাট্যসন্ধ্যা

0
অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা।

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ‘উত্তরপাড়া পদাতিক’ তাদের প্রথম শ্রুতিনাট্যসন্ধ্যা পালন করল। গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তরপাড়ার পিআরসি ভবনে। ওই দিনের সান্ধ্য অনুষ্ঠান সাজানো ছিল এক গুচ্ছ শ্রুতিনাটক, স্বরচিত কবিতা এবং আবৃত্তি দিয়ে।

সে দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার, অভিনেতা ও শ্রুতিনাট্যকার স্বপন গাঙ্গুলি, কবি চন্দ্রা বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার অভিরাজ গাঙ্গুলি, লোপামুদ্রা ভট্টাচার্য, মৃণালকান্তি রায়।

মোট পাঁচটি শ্রুতিনাটক পরিবেশিত হয়। স্বপন গাঙ্গুলির ‘মর্নিং ওয়াক’, ‘মে আই হেল্প ইউ’, ও ‘ঘরজামাই’, কল্যাণ দাশগুপ্তের ‘স্বপ্ন নয়’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকের নির্বাচিত অংশ।

অভিনয়ে শ্রোতাদের মনে দাগ কাটেন জুঁই দাস, প্রবীর বন্দ্যোপাধ্যায়, মৌপ্রিয়া মুখার্জি,  শৈলেন চট্টোপাধ্যায়, অজয় মুনশি, দিবা ঘোষ। এ ছাড়াও কুহু ঘোষ, মিঠু মুখার্জি, শ্রাবণী দাস, রীতা মুখার্জি উল্লেখযোগ্য অভিনয় করেন।

আবৃত্তিতে স্বপন গাঙ্গুলি, মৌপ্রিয়া মুখার্জি, অভিরাজ গাঙ্গুলি, মৃণালকান্তি রায়, লোপামুদ্রা ভট্টাচার্য, সত্যেন সরকার অসাধারণ। শ্রুতিনাটকের আবহে অলকেশ দে সরকার (সানি) অভিনবত্বের দাবি রাখেন।

এই শ্রুতিনাট্যসন্ধ্যার সামগ্রিক ভাবনা, যুগ্ম নাট্য সম্পাদনা ও পরিচালনা প্রবীর বন্দ্যোপাধ্যায় ও জুঁই দাসের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার লোপামুদ্রা ভট্টাচার্য। প্রথম বছরে ‘উত্তরপাড়া পদাতিক’-এর এই আয়োজন উপস্থিত দর্শক-শ্রোতাদের মন ভরিয়ে দেয়।

আরও পড়ুন

বড়দিনের পর ইংরাজি নতুন বছর, স্বাগত জানাতে তৈরি কলকাতা

বিনা কর্ষণে সূর্যমুখী চাষ, পরীক্ষামূলক ভাবে শুরু সুন্দরবনের মথুরাপুরে

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন