নিজস্ব প্রতিনিধি : শ্রমিকদের বোনাস দিয়ে পুজোর আগেই খুলে যাবে হুগলির চাপদানী নর্থব্রুক জুট মিল। গত ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকার ফলে কর্মহীন হয়ে পড়েন প্রায় চার হাজার শ্রমিক।
মিল বন্ধ হয়ে যাবার ফলে শ্রমিকরা কার্যত অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছিলেন। মিলটি চালুর দাবিতে সমস্ত ট্রেড ইউনিয়গুলি যৌথ ভাবে আন্দোলন শুরু করেন।
শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে কয়েকবার ত্রিপাক্ষিক বৈঠক হলেও তা ব্যর্থ হয়। মঙ্গলবার ফের একটি ত্রিপাক্ষিক বৈঠক বসে। এ দিনের বৈঠক ফলপ্রসূ হয়।
মালিকপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে মিল ফের চালু হবে। তার আগে ১৯ অক্টোবর শ্রমিকদের বোনাস দেওয়া হবে। ৯জন ছাঁটাই শ্রমিকদের মধ্যে ৪জনকে ওইদিন পুনর্বহাল করা হবে এবং বাকিদের এক মাস পর নিয়োগ করা হবে।
হুগলি জেলায় বন্ধ হয়ে থাকা অন্য চটকলগুলিও দ্রুত খোলার উদ্যোগ নেওয়ার জন্য শ্রমমন্ত্রী মলয় ঘটককে অনুরোধ জানান স্থানীয় বিধায়ক আবদুল মান্নান।
খবর অনলাইনে আরও পড়ুন :
আরও ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালাবে রেল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।