Bengal Polls 2021: উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে মিলল ইভিএম, সাসপেন্ড সেক্টর অফিসার

0

খবরঅনলাইন ডেস্ক: রাজ্যে তৃতীয় দফার ভোট শুরু হওয়ার মাত্র কয়েক মুহূর্ত আগেই তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল একাধিক ইভিএম এবং ভিভিপ্যাট। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসিবেড়িয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই নেতার বাড়িতে যে সেক্টর অফিসার ইভিএম নিয়ে এসেছিলেন বলে অভিযোগ তাঁকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, সোমবার মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেন সেক্টর অফিসার। এই খবর জানাজানি হতেই ওই তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন। ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Loading videos...

সেখানে উলুবেরিয়া ২ নম্বর ব্লকের বিডিও এলে বিক্ষোভের মুখে পড়েন। এর পর এলাকায় বিশাল পুলিশবাহিনী আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে।

অভিযুক্ত সেক্টর অফিসারের দাবি, যে বাড়িতে তিনি ইভিএম রাখতে গিয়েছিলেন সেটি যে তৃণমূল নেতার বাড়ি তা তিনি জানতেন না। এ ছাড়াও তিনি আরও বলেন, “ইভিএম আর ভিভিপ্যাটগুলো নিয়ে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমাদের অবস্থার কথা রিটার্নিং অফিসারকে জানানোয় তিনি রাস্তায় রাত কাটাতে বলেন। আমি আমার দুই সহকর্মীর কথা শুনে স্থানীয় এক বাসিন্দার বাড়ি রাত কাটাতে যাই। সেটি যে তৃণমূল নেতার বাড়ি তা আমি জানতাম না।”

মোট ৪টি ইভিএম এবং ৪টি ভিভিপ্যাট পাওয়া গিয়েছে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে। উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার অভিযোগ, রিগিং করতে পরিকল্পিতভাবেই এগুলো আনা হয়েছিল।

ঘটনা নিয়ে অভিযোগ যায় নির্বাচন কমিশনে। তার পরই অভিযুক্ত ওই সেক্টর অফিসারকে সাসপেন্ড করে কমিশন। তার জায়গায় নতুন সেক্টর অফিসার এসেছেন।

রাজ্যের তৃতীয় দফার ভোটগ্রহণের যাবতীয় লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.