Homeরাজ্যহাওড়াসংরক্ষিত আসনে বসতে দিতে হবে, দাবি না মানায় দুন এক্সপ্রেসে যাত্রীদের মারধর,...

সংরক্ষিত আসনে বসতে দিতে হবে, দাবি না মানায় দুন এক্সপ্রেসে যাত্রীদের মারধর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত

হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে তাণ্ডব চালাল এক দল দুষ্কৃতী। সোমবার রাতে বিহারের মধ্যে দিয়ে আসার সময় সংরক্ষিত আসনে বসা নিয়ে বিবাদ থেকে হাতাহাতি শুরু হয়। দুষ্কৃতীরা যাত্রীদের মারধর করে এবং ট্রেনের মধ্যেও ভাঙচুর চালায়। যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে দুন এক্সপ্রেসের এস ৯ কামরায়। যাত্রীদের অভিযোগ, কিছু লোক টিকিট ছাড়াই সংরক্ষিত কামরায় ওঠে এবং আসন দখল করার চেষ্টা করে। যাত্রীরা বাধা দিলে শুরু হয় বচসা, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। কামরায় থাকা বিশ্বজিৎ ভট্ট নামে এক যাত্রী জানান, “আমাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। বলা হয়, পরের স্টেশন এলে দেখে নেওয়া হবে। ট্রেন কুন্দ্রা স্টেশন ঢুকতেই কামরায় উঠে পড়ে প্রচুর লোক। তাদের কারও হাতে ছুরি, কারও হাতে লাঠি। আমাদের ধরে মারধর শুরু করে। আমাদের সঙ্গে ছ’বছরের বাচ্চা ছিল। তাকেও মারধর করা হয়। তার পর ট্রেনে ভাঙচুর চালায়। জানলার কাচ ভেঙে দেয়।”

বিশ্বজিৎ ভট্ট আরও জানান, হুমকি পাওয়ার পর রেলের নিরাপত্তারক্ষীদের জানানো হলেও হামলার সময় কোনও সহায়তা পাওয়া যায়নি। “আমাদের কাছ থেকে এক দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যায় রেল পুলিশ,” বলেন তিনি। এই অভিযোগ যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

একাধিক যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। কারও মাথা ফেটেছে, কারও হাত-পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে পৌঁছে আহত যাত্রীরা জিআরপিতে অভিযোগ দায়ের করেন। স্টেশনেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার পর রাতের ট্রেন যাত্রা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, রেলের নিরাপত্তারক্ষীদের নিষ্ক্রিয়তা এবং দুষ্কৃতীদের অবাধে ট্রেনে ওঠা-নামা যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়িয়েছে। রেল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছ থেকে সঠিক নিরাপত্তা না পাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা এই ঘটনার সুবিচার দাবি করছেন।

দুন এক্সপ্রেসে এই তাণ্ডবের ঘটনা যাত্রী নিরাপত্তার প্রতি রেলের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। যাত্রীরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এমন ঘটনা রোধে রেল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ না নিলে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। এই ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।

সাম্প্রতিকতম

ফোনে ট্রাম্প-পুতিন আলোচনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের বিরতিতে সম্মতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় ব্ল্যাক সি নৌবাহিনী অপারেশন এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে।

স্বপ্নপূরণ শেষে ঘরে ফেরা, ৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা

৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে সফল অবতরণ করলেন তাঁরা।

ভারতের চাকরির বাজারে এআই-এর প্রভাব! লক্ষাধিক হোয়াইট-কলার কর্মসংস্থান সংকটে?

ভারতের চাকরির বাজারে এআই বিপ্লব! আইটি ও বিপিও খাতে লক্ষাধিক কর্মসংস্থান হারানোর আশঙ্কা প্রকাশ করলেন Atomberg-এর প্রতিষ্ঠাতা অরিন্দম পাল। কী বলছেন বিশেষজ্ঞরা?

অ্যান্ড্রয়েড ১১-এ বন্ধ হচ্ছে YONO SBI! পুরনো ফোনে কাজ করবে না এসবিআই অ্যাপ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে যে, অ্যান্ড্রয়েড ১১ এবং তার আগের ভার্সনে YONO SBI অ্যাপের সাপোর্ট বন্ধ করা হবে। ব্যবহারকারীদের সুরক্ষা ও কর্মক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন

আমতার খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের দ্বারোদ্ঘাটন

খবর অনলাইন প্রতিনিধি: সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল হাওড়ার আমতার কাছে খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ...

ভারতের সর্বোচ্চ মানমন্দির হাওড়ায়, কয়েক মাসের মধ্যেই খুলছে পঞ্চদীপ মিনার

হাওড়ায় তৈরি হচ্ছে ভারতের সর্বোচ্চ মানমন্দির ‘পঞ্চদীপ মিনার’। ১২০ মিটার উচ্চতার এই পর্যবেক্ষণ কেন্দ্র কয়েক মাসের মধ্যেই খুলছে দর্শকদের জন্য।

শতবর্ষ পুরনো চাঁদমারি ব্রিজের পরিবর্তে হাওড়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক কেবল-স্টে ব্রিজ, চলতি বছরের শেষে হতে পারে চালু

হাওড়া স্টেশনের কাছে প্রায় শতবর্ষ পুরনো চাঁদমারি ব্রিজের জায়গায় তৈরি হচ্ছে আধুনিক একপাইলন কেবল-স্টে ব্রিজ। যানজট ও রেলবিরোধ দূর করতে এই ৬০৭ মিটার দীর্ঘ, চার লেনের ব্রিজটি নতুন দিগন্ত খুলে দেবে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে