আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার তিনটি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়েছে শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই নোটিসে অভিযোগ করা হয়েছে, পঠন-পাঠনের সময় পড়ুয়াদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে যা শিশুদের অধিকার লঙ্ঘনের সমান। নোটিস পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, মিছিলটি স্কুল ছুটির পরে সংগঠিত হয়েছিল এবং কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী এতে অংশ নেননি।
গত শুক্রবার বিকেলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন এলাকায় মিছিল হয়। শিক্ষা দফতরের অভিযোগ অনুযায়ী, বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল, এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা এই মিছিলে অংশ নেয়। এই মিছিলের পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিকে শোকজ নোটিস পাঠানো হয়। নোটিসে বলা হয়েছে, কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন, তার ব্যাখ্যা দিতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ ব্যাখ্যা করতে, অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই ঘটনার পরে বালুহাটি হাই স্কুলের টিচার ইন-চার্জ অঞ্জনকুমার সাহা জানিয়েছেন, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। তাঁর বক্তব্য, “মিছিলটি স্কুল ছুটির পর হয়েছে, তাতে হয়তো প্রাক্তন ছাত্ররা অংশ নিয়েছে। তবে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী মিছিলে ছিলেন না। স্কুলের সময়ে পড়ুয়ারা তাদের নিয়মিত পড়াশোনা এবং টিফিনে খেলাধুলো করেছে। তাই কেন এই নোটিস এল, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়।”
এই শোকজ নোটিস সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শোরগোল শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, আরজি কর-কাণ্ডে রাজ্য সরকার চাপের মুখে পড়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যই এমন পদক্ষেপ করছে। বিজেপি এবং সিপিএমের দাবি, শাসকদল এই ঘটনার প্রতিবাদ বন্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন শোকজ নোটিস জারি করেছে।