Homeরাজ্যহাওড়াআরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শিক্ষা দফতরের শোকজ নোটিস

আরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শিক্ষা দফতরের শোকজ নোটিস

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের কারণে হাওড়া জেলার তিনটি স্কুলকে শোকজ নোটিস পাঠিয়েছে শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই নোটিসে অভিযোগ করা হয়েছে, পঠন-পাঠনের সময় পড়ুয়াদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে যা শিশুদের অধিকার লঙ্ঘনের সমান। নোটিস পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, মিছিলটি স্কুল ছুটির পরে সংগঠিত হয়েছিল এবং কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী এতে অংশ নেননি।

গত শুক্রবার বিকেলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন এলাকায় মিছিল হয়। শিক্ষা দফতরের অভিযোগ অনুযায়ী, বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল, এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা এই মিছিলে অংশ নেয়। এই মিছিলের পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিকে শোকজ নোটিস পাঠানো হয়। নোটিসে বলা হয়েছে, কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন, তার ব্যাখ্যা দিতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কারণ ব্যাখ্যা করতে, অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনার পরে বালুহাটি হাই স্কুলের টিচার ইন-চার্জ অঞ্জনকুমার সাহা জানিয়েছেন, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। তাঁর বক্তব্য, “মিছিলটি স্কুল ছুটির পর হয়েছে, তাতে হয়তো প্রাক্তন ছাত্ররা অংশ নিয়েছে। তবে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী মিছিলে ছিলেন না। স্কুলের সময়ে পড়ুয়ারা তাদের নিয়মিত পড়াশোনা এবং টিফিনে খেলাধুলো করেছে। তাই কেন এই নোটিস এল, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়।”

এই শোকজ নোটিস সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শোরগোল শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, আরজি কর-কাণ্ডে রাজ্য সরকার চাপের মুখে পড়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যই এমন পদক্ষেপ করছে। বিজেপি এবং সিপিএমের দাবি, শাসকদল এই ঘটনার প্রতিবাদ বন্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন শোকজ নোটিস জারি করেছে।

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

আমতার খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের দ্বারোদ্ঘাটন

খবর অনলাইন প্রতিনিধি: সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল হাওড়ার আমতার কাছে খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ...