বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ৫৫২টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন দফতরে এই ৫৫২টি নতুন পদে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র দফতরে ১০৫টি এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি নতুন চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতরের তরফে ৩৫ জনকে বিদ্যালয়ে নিয়োগ করা হবে।
শিক্ষা দফতরে শিক্ষক নিয়োগের খবরে বিশেষভাবে আশাবাদী চাকরিপ্রার্থীরা। রাজ্যে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়োগ পূর্ণ সময়ের শিক্ষক নয়, বরং পার্শ্ব-শিক্ষক হিসাবে হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে ৩৫ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৩ জন, এবং ঝাড়গ্রাম জেলায় ১৪ জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ হবে ভলান্টিয়ার টিচার হিসাবে। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের জন্য নতুন আশা জাগিয়েছে।