Homeখবররাজ্যআরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এ এক বিরলতম দৃশ্য। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে বুধবার রাতে মহানগরী কলকাতা-সহ সারা বাংলা পথে। ঘরদোরের আলো নিভিয়ে কেউ মোমবাতি হাতে, কেউ বা প্রদীপ হাতে বেরিয়ে এলেন বাইরে। নিজেদের বাড়ির সামনেই আলো হাতে দাঁড়িয়ে গেলেন সবাই। চারপাশের বাড়িঘরের আলো সব নেভানো। শুধু জ্বলছে রাস্তার আলো। তাই নিষ্প্রদীপ অবস্থাটা ঠিক অনুধাবন হচ্ছে না।

যে যার বাড়ির সামনে। দেখতে দেখতে দীর্ঘ থেকে আরও দীর্ঘ হয়ে গেল মানুষের জমায়েত। তার পর যে যার নিজের পাড়া পরিক্রমা করে জমায়েত হলেন পাড়ার মোড়ে। সেখানে বিশাল জমায়েত। হাতে নানা পোস্টার। মুখে স্লোগান – একই দাবি, একই স্বর/জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর/ জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার রক্ত/হবে নাকো ব্যর্থ, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি। গাওয়া হল গান – উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়।

বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে বাড়ির বাইরে এসে মোমবাতি বা প্রদীপের আলো হাতে নিয়ে এভাবেই মানববন্ধনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেই ডাকে যেভাবে সাড়া মিলল তা অভূতপূর্ব। এর পরেও শহরের বিভিন্ন জায়গায় রাত দখল অভিযান চলছে। ১৪ আগস্টের পর আবার রাত দখল।     

night rally lighting pradip 04.09 1

আরজি করের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ছবি: রাজীব বসু।

বুধবার রাতে পথে আরজি কর হাসপাতালের সামনে প্রতিবাদ জমায়েতে শামিল হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। এছাড়া হাজির ছিলেন তাঁরা কাকা ও কাকিমা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা।

night rally shyambazar 04.09

শ্যামবাজার পাঁচমাথা মোড়ে প্রতিবাদীদের ভিড়। ছবি: রাজীব বসু।

night rally victoria 04.09

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ছবি: রাজীব বসু।

night rally dhakuria 04.09

মোমবাতি নিয়ে মানববন্ধন ঢাকুরিয়ায়। ছবি: রাজীব বসু।

night rally patuli 1 05.09

পাটুলিতে একটি আবাসনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদ। ছবি: শ্রয়ণ সেন।

night rally garia 04.09

গড়িয়া মোড়ে জমায়েত। নিজস্ব চিত্র।

night rally behala 04.09

বেহালা ব্যানার্জিপাড়ায় মিছিল। ছবি: ডা. অনির্বাণ সিনহা।

RG Kar rally 05.09

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী ও ল ক্লার্কদের প্রতিবাদ মিছিল। ছবি: রাজীব বসু।

আরও পড়ুন

আবার সক্রিয় সুখেন্দু, এবার সংবিধানের ২১ অনুচ্ছেদ নিয়ে সরব হওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না  

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আকাশবাণী-দূরদর্শনের প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন প্রয়াত

কলকাতা: প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সংবাদপাঠক ছন্দা সেন। বুধবার রাত আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতালে মারা...

ভাদ্র সংক্রান্তির অরন্ধন উৎসবে ইলিশের ঘাটতির শঙ্কা, আবহাওয়ার কারণে চিন্তায় মৎস্যজীবীরা

ভাদ্র মাসের সংক্রান্তির অরন্ধন উৎসবে ইলিশের চাহিদা তুঙ্গে থাকলেও, আবহাওয়ার প্রভাবে সমুদ্রে মাছ ধরতে না পারায় ইলিশের জোগানে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?