Home খবর রাজ্য আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে বুধবার রাতে কলকাতা-সহ গোটা রাজ্য পথে

0
পাটুলি মোড়ে। ছবি: শ্রয়ণ সেন।

খবর অনলাইন ডেস্ক: এ এক বিরলতম দৃশ্য। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে বুধবার রাতে মহানগরী কলকাতা-সহ সারা বাংলা পথে। ঘরদোরের আলো নিভিয়ে কেউ মোমবাতি হাতে, কেউ বা প্রদীপ হাতে বেরিয়ে এলেন বাইরে। নিজেদের বাড়ির সামনেই আলো হাতে দাঁড়িয়ে গেলেন সবাই। চারপাশের বাড়িঘরের আলো সব নেভানো। শুধু জ্বলছে রাস্তার আলো। তাই নিষ্প্রদীপ অবস্থাটা ঠিক অনুধাবন হচ্ছে না।

যে যার বাড়ির সামনে। দেখতে দেখতে দীর্ঘ থেকে আরও দীর্ঘ হয়ে গেল মানুষের জমায়েত। তার পর যে যার নিজের পাড়া পরিক্রমা করে জমায়েত হলেন পাড়ার মোড়ে। সেখানে বিশাল জমায়েত। হাতে নানা পোস্টার। মুখে স্লোগান – একই দাবি, একই স্বর/জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর/ জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার রক্ত/হবে নাকো ব্যর্থ, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি। গাওয়া হল গান – উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়।

বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে বাড়ির বাইরে এসে মোমবাতি বা প্রদীপের আলো হাতে নিয়ে এভাবেই মানববন্ধনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেই ডাকে যেভাবে সাড়া মিলল তা অভূতপূর্ব। এর পরেও শহরের বিভিন্ন জায়গায় রাত দখল অভিযান চলছে। ১৪ আগস্টের পর আবার রাত দখল।     

night rally lighting pradip 04.09 1

আরজি করের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ছবি: রাজীব বসু।

বুধবার রাতে পথে আরজি কর হাসপাতালের সামনে প্রতিবাদ জমায়েতে শামিল হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। এছাড়া হাজির ছিলেন তাঁরা কাকা ও কাকিমা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা।

শ্যামবাজার পাঁচমাথা মোড়ে প্রতিবাদীদের ভিড়। ছবি: রাজীব বসু।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ছবি: রাজীব বসু।

মোমবাতি নিয়ে মানববন্ধন ঢাকুরিয়ায়। ছবি: রাজীব বসু।

পাটুলিতে একটি আবাসনের সামনে মোমবাতি হাতে প্রতিবাদ। ছবি: শ্রয়ণ সেন।

গড়িয়া মোড়ে জমায়েত। নিজস্ব চিত্র।

বেহালা ব্যানার্জিপাড়ায় মিছিল। ছবি: ডা. অনির্বাণ সিনহা।

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী ও ল ক্লার্কদের প্রতিবাদ মিছিল। ছবি: রাজীব বসু।

আরও পড়ুন

আবার সক্রিয় সুখেন্দু, এবার সংবিধানের ২১ অনুচ্ছেদ নিয়ে সরব হওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version