কলকাতা: স্ত্রীর টাকা হাতানোর জন্য ছেলেকে নিয়ে অপহরণের নাটক স্বামীর। শেষে ঘটনার চূড়ান্ত নাটকীয় পরিণতি। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার জয়কৃষ্ণপুরের চিয়াড়িতে।
বুধবার রাতে সিরাজ আলি নামে এক ব্যক্তি আচমকা তাঁর স্ত্রীকে ফোন করে বলে বলেন, তাঁকে ও ছেলেকে অপহরণ করা হয়েছে। ২ লক্ষ টাকা নিয়ে জয়েনপুরে আসার কথা বলে। সেই শুনে সিরাজের বাবা সামসুর আলি নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেন। পুলিশ সামসুল ও সিরাজের স্ত্রীকে নিয়ে জয়েনপুরে যায়। সিরাজ ফের ফোন করে নেপালগঞ্জে যাওয়ার কথা বলেন। তার পর আবার পৈলান যাওয়ার কথা বলেন।
আরও পড়ুন শীত পড়তেই পুরুলিয়া সেজে উঠেছে তিব্বতি ব্যবসায়ীদের পসরায়
পৈলানে পুলিশ গিয়ে দেখে দুই অপহরণকারী সিরাজের বাইকে আছেন। সিরাজ ও তাঁর ছেলে আছে একটি গাড়িতে। পুলিশ আছে বুঝতে পারলে দুই অপহরণকারী হিসেবে থাকা সাকিল মণ্ডল এবং সাহিল আকন্দ দুই ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ দু’জনকে ধাওয়া করলে দুর্ঘটনা ঘটিয়ে গাছে ধাক্কা মারে সাকিলদের বাইক। সাকিল আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সিরাজ ও সাহিলকে গ্রেফতার করা হয়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।