দায়িত্ব পেলে নোবেল চুরির কিনারা করে দেব : মমতা

0

ফের সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিশ্বভারতীতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ নোবেল চুরি আমাদের লজ্জা, সিবিআই তদন্ত করছে, যদি কিনারা না করতে পারে তবে যদি আমি দায়িত্ব পাই চুরির কিনারা করে করব’। এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে, সেখানেই একথা বলেন মুখ্যমন্ত্রী। বিশ্বভারতীর আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

mamata-boilpur-1

এর আগে বোলপুরের গীতাঞ্জলি ভবনে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। সেখানে নানুর নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেন পুলিসকে। তাঁর স্পষ্ট বক্তব্য নানুরে গন্ডগোল বরদাস্ত করা হবে না, যে গন্ডগোল করবে, তাকেই গ্রেফতার করা হবে। বহিরাগতদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। প্রশাসনিক বৈঠকে সব দফতরের সচিব ও আমলারা ছাড়াও ছিলেন বীরভূম জেলার সব প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলায় গীতবিতান নামে একটি থিম সিটি গড়ে তোলা হবে বলে জানান তিনি। আরও জানান, তথ্য প্রযুক্তি তালুক প্রান্তিকে বেশ কিছু সরকারি আবাসন তৈরি করা হবে। ঢেলে সাজা হবে তারাপীঠকে।    

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন