iit kharagpur
প্রতীকী ছবি

খড়গপুর: হোস্টেলে নিজের ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল খড়গপুর আইআইটির এক ছাত্রের দেহ। তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের মদনমোহন মালব্য হলে নিজের ঘরে থেকে বুধবার রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর ২৪-এর গঙ্গারেড্ডি হানিমি রেড্ডির দেহ। অন্ধ্রপ্রদেশ নিবাসী রেড্ডি এম-টেক পড়ছিলেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। আমরা ওর ল্যাপটপ এবং মোবাইল দেখে বোঝার চেষ্টা করছি, কেন এমন পথ বেছে নিতে হল এই ছাত্রকে।”

তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও ময়নাতদন্তের পরেই যে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে সে কথা বলে দিয়েছেন রাজোরিয়া।

আরও পড়ুন বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিকাহত জগন্মোহন রেড্ডি

বুধবার বিকেল থেকেই রেড্ডিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই তাঁর বন্ধুবাধব এবং শিক্ষক-শিক্ষিকাদের সন্দেহ হয়। এর পরেই আইআইটি প্রশাসনের কাছে সবকিছু জানান তাঁরা।

আইআইটির ডেপুটি ডিরেক্টর এস কে ভট্টাচার্য বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। ছাত্রটির বাড়িতে খবর দেওয়া হয়েছে।” রেড্ডি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলই বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।

উল্লেখ্য, গত বছর আইআইটি খড়গপুরের তিনজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here