ওয়েবডেস্ক: শিক্ষকের বিরুদ্ধে বেআইনি মদ মজুতের অভিযোগ ঘিরে উত্তাল বীরভূমের রামপুরহাটের কাষ্টগড়া। জানা গিয়েছে, শিক্ষকের বাড়িতে বেআইনি মদ মজুত রয়েছে বলে খবর পায় আবগারি দফতর। কিন্তু সেখানে মদ উদ্ধার করতে গেলে বিপাকে পড়তে হয় দফতরের কর্তাদের।
জানা গিয়েছে, আবগারি দফতরের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন বাড়িতে কেউ নেই। তাঁরা ঘরের তালা ভেঙে প্রচুর বেআইনি দেশি মদ উদ্ধার করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসেন ওই শিক্ষকের ভাই প্রবোধচন্দ্র সাহা। তিনিও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
প্রবোধবাবু আবগারি দফতরের কর্তাদের সঙ্গে বচসায় জড়ান। মদ উদ্ধারে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবগারি দফতরের গাড়িতে বসিয়ে তাঁকে নিয়ে যাওয়ার সময়ই জানলার কাচ ভেঙে তিনি পালিয়ে যান।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হন। চলতে থাকে বাক-বিতণ্ডা। সব মিলিয়ে অভিযুক্তদের না পেয়ে কার্যত খালি হাতেই ফিরতে হয় আবগারি দফতরের কর্তাদের।

অভিযুক্তের পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁদের ফাঁসানোর চেষ্টা চলছে।