কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য উঠে এল সিবিআই-এর হাতে। অভিযোগ উঠেছিল, ভুয়ো ভাবে এসএসসি গ্রুপ সি-তে ৩৮১ জনের নিয়োগ হয়েছে। তবে তদন্তকারীরা জেনেছেন, বেআইনি নিয়োগের সংখ্যা আরও বেশি।
এসএসসি গ্রুপ সি-তে ৩৮১ জন বিনা পরীক্ষায় নিয়োগ পেয়েছেন। সিবিআই-কে জমা করা রিপোর্টে এমনটাই অভিযোগ মামলাকারীদের। প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের যে কমিটি গঠিত হয়, সেই কমিটির রিপোর্ট পুরোটাই খতিয়ে দেখেছে সিবিআই তদন্তকারীর দল। এর পরেও চাঞল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে। সূত্রের খবর, দুর্নীতি মামলায় মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেয়েছে সিবিআই।
গত কয়েকদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের অফিসে তল্লাশি চালায় সিবিআই। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করে সিবিআই। এরই মধ্যে তদন্তকারীদের দাবি, গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি। রাজনৈতিক অথবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিয়োগের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে এসএসসি দফতরের নথি। সূত্রের খবর, তিন মামলাকারীকে জিজ্ঞাসাবাদ করে এবং নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করার পর হাতে এসেছে নতুন তথ্য।
আরও পড়তে পারেন:
লোকসভায় এক জনও নেই, এ বার কি রাজ্যসভাতেও বিজেপির মুসলিম সাংসদ সংখ্যা শূন্য হতে চলেছে
‘তোমার দেখা নাই গো…তোমার দেখা নাই’, পুরুলিয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির ১১তম কিস্তির টাকা আজই! টাকা ঢুকল কি না, কী ভাবে দেখবেন
মর্মান্তিক ঘটনা! উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুলেন্সের, মৃত ৭
৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ, জানাল মধ্যশিক্ষা পর্ষদ