জঙ্গলের লরি ভর্তি গাছ আটকালেন গ্রামবাসীরা

0

সমীর মাহাত, ঝাড়গ্রাম: জঙ্গলের লরি ভর্তি গাছ আটকাল গ্রামের বন কমিটির সদস্যরাই। রাত ভোর বন কমিটি ও বনবিভাগের সঙ্গে চলল চাপান উতোর।ঝাড়গ্রামের ধানঘোরি গ্রামে গত ৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টা নাগাদ একটি গাছ ভর্তি লরি আটক করেন গ্রামেরই বন কমিটির সদস্যরা। ইউক্যালিপ্টাস গাছের বল্লিতে হাম্বার না দেখে তাঁদের সন্দেহ বাড়ে। তাঁরা স্থানীয় পুকুরিয়া বিট অফিসে খবর দেন।

গ্রামবাসীদের কথা মত, রাত্রে গাড়ির মালিকের সঙ্গে মহিলা বিট আধিকারিক ঘটনা স্থলে পৌঁছান । গাড়ির মালিক পকেট থেকে পারমিট দেখান। তাঁদের অভিযোগ, পারমিট তো, গাড়ির চালকের কাছে থাকার কথা। বিট আধিকারিক গাড়িটি নিয়ে আসতে চাইলে গ্রাম বাসীদের সঙ্গে বচসা বাধে।

গ্রামবাসী তথা বন কমিটির সদস্য গোপীনাথ টুডুর অভিযোগ, “বিপদে পড়ে মালিক বিট থেকে চালানটি বানিয়ে এনেছে। তার সময় সূচিতে অসঙ্গতি দেখেছি, লেখাছিল গোপীবল্লভপুর চেকপোস্ট ৫ টা বেজে ক মিনিটে গাড়ি টি অতিক্রম করেছে। অথচ সাড়ে ৫ টার সময় গাড়িটি আমরাই আটক করি।

এ ব্যাপারে ঝাড়গ্রাম ডিএফও বাসব রাজ বলেন, “রাত্রেই আমাদের বিট অফিসার ম্যাডাম গিয়েছিলেন। তাঁরা ম্যাডামের সাথে অসহযোগিতা করেছেন। গাড়ির কাঠ বৈধ না অবৈধ তার জন্য পুলিশে বা আমাদের হ্যান্ড ওভার করতে হবে। এই ভাবে গ্রামবাসীরা গাড়ি আটকে রাখতে পারেন না।তদন্তের পরই বোঝা যাবে গাড়ির কাঠ বৈধ না অবৈধ”।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন