অফিস টাইমে ট্রেন মিস হওয়ার আতঙ্ক যাত্রীদের মধ্যে নতুন নয়। অধিকাংশ ট্রেনেই তখন প্রবল ভিড় থাকে, বিশেষ করে মহানগরী এবং শহরতলির ট্রেনগুলিতে। মাত্র ৪০ থেকে ৫০ সেকেন্ডের মধ্যে যাত্রীদের ওঠা এবং নামা শেষ করতে হয়। অনেক সময় সেই সেকেন্ডের ব্যবধানেই ট্রেন মিস হয়ে যায়। তবে সাম্প্রতিক কিছু গুজবে শোনা গিয়েছিল যে, এই সময়সীমা আরও কমিয়ে দেওয়া হবে। যার ফলে সমস্যার পরিমাণ আরও বাড়বে।
এই গুজবের কারণে চরম আশঙ্কা ছড়িয়ে পড়ে রোজকার অফিসযাত্রীদের মধ্যে। যাত্রীদের অনেকে অভিযোগ করেন যে, এত কম সময়ে ট্রেনে উঠা বা নামা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হতে শুরু হয়।
তবে সেই সমস্ত গুজবের জল ঢালতে ভারতীয় রেল এবার সরাসরি বিবৃতি দিয়েছে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ট্রেনের বোর্ডিং টাইম কমানোর কোনো পরিকল্পনা নেই। বরং যাত্রী পরিষেবা আরও উন্নত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বর্তমান ভিড় এবং যাত্রী সংখ্যা মাথায় রেখেই ট্রেনের সময় নির্ধারণ করা হয়, এবং ট্রেনের দাড়ানোর সময়ও সেই অনুযায়ী ফিক্সড করা হয়েছে। রেল দফতরের মতে, এই গুজবগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। লোকাল ট্রেনে যাত্রীরা ওঠানামা করার জন্য যে সময় পেতেন ভবিষ্যতেও সেই সময়ই পাবেন।’ রেলের বক্তব্যের পর যাত্রীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।