indonesia plane crash
স্ত্রীয়ের সঙ্গে সুনেজা। ছবি: সুনেজার ফেসবুক থেকে

নয়াদিল্লি: ইন্দোনেশিয়ায় ভেঙে পড়া বিমানের চালক ছিলেন দিল্লির বাসিন্দা ভাব্য সুনেজা। সোমবার সকালে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে জাকার্তা থেকে পাঙ্গাল পিনাংগামী বোয়িং ৭৩৭-এর এই বিমানটি। ভেঙে পড়ার সময়ে বিমানে  ১৮৯ জন আরোহী ছিলেন। এই মুহূর্তে উদ্ধারকাজ চালানো হচ্ছে। দেখা হচ্ছে যদি বিমানের ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় কিনা। চমকপ্রদ কিছু একটা ঘটে যাক, এমনই আশা করছে সুনেজার পরিবার।

২০০৫-এ দিল্লি একটি সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন সুনেজা। এর পর ২০১১-তে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা লায়ন এয়ারের সঙ্গে যুক্ত হন তিনি। ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বিমান পরিষেবায় বেশ নামডাক রয়েছে লায়ন এয়ারের। তবে ভারতের একটি নামী বিমান সংস্থার ভাইস প্রেসিডেন্ট বলেন, ভারতে ফিরে আসার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছিলেন তিনি।

আরও পড়ুন মহানগরের বিখ্যাত কয়েকটি কালীমন্দিরে কী ভোগ দেওয়া হয়, দেখে নিন

ওই সংস্থার এক আধিকারিক বলেন, “অনেক পাইলট দিল্লিতে পোস্টিং চান। সুনেজাও সে রকমই চাইছিল। আমরা বলেছিলাম এক বছর আমাদের সংস্থার সঙ্গে থাকলে আমরা ওকে দিল্লিতে পোস্টিং দেব।”

এই আধিকারিক আরও বলেন, “এখন আমাদের একটাই প্রার্থনা, যে ভাবেই হোক সুনেজা এবং বাকিদের যেন সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here