কলকাতা: দুঃস্থ শিশুদের নিয়ে বনমহোৎসব পালন করল ‘যাদবপুর অনুভব’। রবিবার সংগঠনের শিশুদের নিয়ে মিছিল করে গাছ লাগানো হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি গাছের উপকারিতার ব্যাপারে পথচলতি মানুষদের মধ্যে সচেতনতাও তৈরি করা হয়।
এই সংগঠনে মোট ২৮ জন দুঃস্থ শিশু-কিশোর রয়েছে, তাদের প্রত্যেকের বয়স ৬ থেকে ১৭, এমনই জানান সংগঠনের সহ-সচিব রাজীব দাস। রাজীববাবুর কথায়, “গত ৯ বছর ধরে দুঃস্থ এই শিশুদের পড়াশোনা এবং খাওয়াদাওয়ার দায়িত্ব নিয়েছি।”
রবিবার সকাল বনমহোৎসবের এই মিছিলে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিল বলেও জানান রাজীববাবু। পুজোর আগে এই শিশুদের নতুন জামাকাপড় দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে সমাজের সেই সব বঞ্চিত শিশু এবং কিশোরদের নিয়ে এক নতুন দিশা দেখাচ্ছে ‘যাদবপুর অনুভব।’