জলপাইগুড়ি: আট বছর পর জলপাইগুড়ির করলা নদীতে ধরা পড়ল বোয়াল মাছ। এই ঘটনায় বেজায় খুশি পরিবেশপ্রেমীরা।
উল্লেখ্য, ২০১১ সালে এই করলায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল হাজার হাজার মাছের। বিশাল বোয়াল ধরা পড়ায় পরিবেশবিদরা মনে করছেন, বিষক্রিয়ার সেই অভিশাপ পেরিয়ে ৮ বছর পর করলা নদীতে ফিরেছে বাস্তুতন্ত্রের ভারসাম্য।
অন্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ঝোলনা ব্রিজের কাছে করলা নদীতে ছিপ ফেলেছিলেন বিষ্ণু রায় নামক স্থানীয় এক মৎস্যজীবী। সুতোয় টান দিতেই বোঝেন বড়ো কিছু বিঁধেছে।
বেশ কিছুক্ষণ লড়াই করে অবশেষে জল থেকে তোলেন পেল্লায় সোনালি বোয়াল। এই বোয়ালের ওজন প্রায় ৬ কিলো।
আরও পড়ুন বাই বাই বিজেপি! শুক্রবারের সন্ধ্যায় সূচনা নতুন বন্ধুত্বের
ছিপে এত বড়ো মাছ ধরে বেজায় খুশি বিষ্ণুবাবু। তবে তার থেকেও খুশি তরাই ও ডুয়ার্সের পরিবেশপ্রেমীরা।
২০১১ সালের ১৬ নভেম্বর করলা নদীতে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল প্রচুর মাছের। বিষক্রিয়ায় ভেসে উঠেছিল এই সোনালি বোয়ালও। জানা যায়, ধানখেতে দেওয়া কীটনাশক নদীতে এসে পড়ায় এই বিষক্রিয়া।
করলায় ফের বাস্তুতন্ত্রের ভারসাম্য ফিরবে কি না, ওই ঘটনার পর সেটা নিয়ে আশঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা। এ দিন বিশাল বোয়াল ধরা পড়ায় কিছুটা নিশ্চিন্ত তাঁরা।