খবর অনলাইন ডেস্ক: বুধবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পান তিনি। চিকিৎসকের পরামর্শ মতো এ দিন হুইলচেয়ারে বসেই মমতা বলেন, “আমার একটা পা নয়, লক্ষ লক্ষ পা নিয়ে আমি জিতব”।
আগের মারত সিপিএম, এখন বিজেপি
মমতা বলেন, “সারা জীবন আমাকে মেরেছে। আগে মারত সিপিএম, এখন মারে বিজেপি। সিপিএমের হার্মাদগুলোই এখন বিজেপিতে গিয়েছে। আর কিছু কিছু গদ্দার, যারা শুধু টাকাকে ভালোবাসে, লোভী- সেগুলো বিজেপিতে গিয়ে ঢুকেছে। লুঠেরা, দাঙ্গাবাজ। দেখবেন একটা করে তিলক কাটবে, আর মুখে পান চিবোবে, পান না- পানবাহার, সারা মুখ দিয়ে ছোপ গড়াবে আর গিয়ে বলবে, শুনে রাখো, তুমি কী খাবে, করবে আমি ঠিক করব। আমি বলি, অত সহজ নয়, বাংলার মা-বোনেদের আন্ডার এস্টিমেট করো না। তাঁরা স্বনির্ভর। রান্নাও করে আবার চুলও বাঁধে”।
দেশের তুলনায় বাংলায় বেকারত্ব কম
বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, “এই বিজেপি সারা ভারতবর্ষে বেকারি সৃষ্টি করেছে। ওদের দল এক হাজার নেতা নিয়ে এসেছে। আর হাজার হাজার গুন্ডা নিয়ে এসেছে। ওই চায় বাংলাকে দখল করতে। ঝাড়খণ্ডে আগে বিজেপি ছিল। আদিবাসীদের জমি কেড়ে নিল। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। বাংলায় বেকারের সংখ্যা দেশের তুলনায় কম। এখানকার ভাইবোনেরা কাজ করেন। আমি স্বনির্ভর গোষ্ঠী গড়তে ২৫ হাজার কোটি টাকার ঋণের ব্যবস্থা করব”।
লক্ষ লক্ষ পা নিয়ে জিতবেন মমতা
পায়ে আঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনের সময় আমি যাতে বেরোতে না পারি, আর ওর যাতে লুঠ করতে পারে, তাই এ সব হয়েছে। আমাকে অনেক মেরেছ, কিন্তু আটকাতে পারনি। পা-টা বাকি ছিল, আজকে সেটাকেও আঘাত করল। জেনে রেখো, আমার একটা পা নয়, আমার মা-বোনেদের লক্ষ লক্ষ কোটি কোটি পা নিয়ে আমি মানুষের কাছে যাব, জিতব”।
নির্বাচন নিয়ে সতর্কতা মমতার
ভোটগ্রহণের সময় সতর্ক থাকার নির্দেশ দিয়ে মমতা বলেন , “কৃষকদের আন্দোলনের কথা শুনছে না। বিজেপির গুণ্ডা এসে বাড়ি-ঘর দখল করে নেবে। ইভিএম নিয়ে সতর্ক থাকবেন নির্বাচনী এজেন্টরা। ভোট যাতে অন্য কেউ দিয়ে দিতে না পারে সে দিকে খেয়াল রাখুন। কাজের সূত্রে অন্য রাজ্য থাকেন যাঁরা, তাঁদের আসতে বলবেন ভোট দিতে। বিজেপির বল মাঠের বাইরে পাঠিয়ে দিন”। তিনি আরও বলেন, “বিজেপির পরিকল্পনা আছে রেলকে দিয়ে স্টেশনে স্টেশনে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে তাঁদের চারিদিকে ঢুকিয়ে দেবে। তারপর আপনার ভোটটা নষ্ট করে দেবে। গন্ডগোল করে আপনার ভোট দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে”।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: ‘নীল বাড়ি’ দখল করতে পারলে ‘লাল বাড়িতে’ বসবে বিজেপি!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।