খবর অনলাইনডেস্ক: রাজভবন অভিযান এবং মানববন্ধন। সোমবার এবং মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন দেবাশিস হালদার। মঙ্গলবার রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভাল রয়েছে। আন্দোলনকারীরা এই কথাও স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা কার্নিভালে বাধা দিতে চান না। সেই কারণেই রাস্তার ধার দিয়ে মানববন্ধনের ব্যবস্থা করেছেন তাঁরা।
শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে এই মানববন্ধন হবে শান্তিপূর্ণভাবে, এই কথাও উল্লেখ করেছেন তাঁরা। দেবাশিস জানিয়েছেন, “সাধারণ মানুষকেও মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দেওয়া হচ্ছে। দ্রোহের কার্নিভালে জুনিয়র চিকিৎসকরা যোগ দেবেন কি না, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
দেবাশিস জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী চাইলে পাঁচ মিনিটেই আমাদের দাবি পূরণ করতে পারেন।” এ দিকে সরকার ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে সেতুবন্ধন করার ইচ্ছাপ্রকাশ করেছেন বিশিষ্টজনরা। আন্দোলনকারীরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
দেবাশিসের কথায়, “যে বিশিষ্টজনেরা আমাদের অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের আবেগকে সম্মান জানাই। কিন্তু তাঁরা বলেছেন, নাগরিকসমাজের সক্রিয়তার প্রতি ভরসা রেখে অনশন প্রত্যাহার করতে। আন্দোলনকারীদের স্পিরিট কিন্তু এই জায়গায় নেই যে, কেউ মধ্যস্থতা করবেন বা তার ডাক দেবেন এবং তাঁরা অনশন থেকে উঠে যাবেন। এই জায়গায় তাঁরা নেই। আমাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হলে বলব, আমাদের ১০ দফা দাবি তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। আমরা এ-ও মনে করি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এই দাবি নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।”