খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার জন্য জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এ-ও বলেছে, কাজে না ফিরলে রাজ্য যদি কোনো পদক্ষেপে করে তাহলে তাতে বাধা দেবে না তারা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই আবার আন্দোলন-কর্মসূচির কথা ঘোষণা করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন।
আরজি-কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের যে পাঁচ দফা দাবি রয়েছে তার পাশাপাশি এবার তারা রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস) এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই)-র ইস্তফাও চাইল।
সোমবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। এই কর্মসূচি অনুযায়ী তাঁরা আজ মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন।
যে পাঁচ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারেরা মাসাধিককাল আন্দোলন চালাচ্ছেন সেগুলি হল – এক, আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করে, অপরাধের উদ্দেশ্য প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; দুই, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যারা জড়িয়ে রয়েছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে; তিন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে; চার, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং পাঁচ, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে।
কাজে কি ফিরবেন জুনিয়র ডাক্তাররা?
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে, আরজি কর মামলার শুনানিতে তাঁরা হতাশ। তবুও সুপ্রিম কোর্টের নির্দেশ তাঁরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। সব দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যান কি না, সে দিকেই এখন নজর সকলের। সোমবার বিকেল ৫টা নাগাদ আরজি কর-সহ সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা মিলে একটি সম্মিলিত বৈঠক (জিবি) করেন। পরে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। পরবর্তী সিদ্ধান্তের কথা পরে জানানো হবে।
আরও পড়ুন
আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান