কলকাতা: জুনিয়র ডাক্তাররা আপাতত কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে, সোমবার থেকে তারা আমরণ অনশন শুরু করতে পারেন বলে সূত্রের খবর।
আন্দোলনের ঝাঁঝ নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি তুলে নেওয়ার সম্ভাবনা থাকলেও, তাঁদের দাবি পূরণ না হলে আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ১০ ঘণ্টার দীর্ঘ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজেদের দাবিদাওয়া নিয়ে জুনিয়র ডাক্তাররা সরকারের কাছে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে তাঁরা আমরণ অনশন শুরু করবেন বলে জানা গিয়েছে।
জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি হল, কর্মক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা। সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার আবহেই সাগর দত্ত হাসপাতালের একজন জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়। যা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে। এর পর থেকেই আন্দোলনের ঝাঁঝ বেড়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা থেকে আরজি কর হাসপাতালে রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের জিবি বৈঠক চলে। তারপরেই এমন সিদ্ধান্ত। রাজ্য সরকারকে নিরাপত্তা সংক্রান্ত দাবি পূরণ করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফ থেকে। না মানা হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু হবে।