Homeখবররাজ্যমানববন্ধনেই হবে 'দ্রোহের কার্নিভাল', সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা পুলিশ অনুমতি না দিলেও মঙ্গলবার রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ আয়োজন করার কথা জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। সোমবার এক বিবৃতিতে তাঁরা স্পষ্ট করেন, ধর্মতলা থেকে তাঁরা মানববন্ধন করবেন, যদিও কোথায় তা শেষ হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাঁরা জানান, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল বিঘ্নিত করার কোনও অভিপ্রায় তাঁদের নেই।

মঙ্গলবার কলকাতার রেড রোডে বড় পুজোগুলির প্রতিমা নিয়ে হবে রাজ্য সরকারের আয়োজিত পুজো কার্নিভাল। এই দিনেই আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বিচার এবং অনশনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি সমর্থন জানিয়ে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর পক্ষ থেকে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য, রেড রোড এবং রানি রাসমণি রোডের দূরত্ব বেশি নয়।

এই প্রেক্ষিতে রবিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ আন্দোলনকারী চিকিৎসকদের ইমেল করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। কার্নিভাল উপলক্ষে শহরের নিরাপত্তা এবং যান চলাচল সমস্যার বিষয়টি উল্লেখ করেন তিনি। তবে সোমবার কলকাতা পুলিশ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর মানববন্ধনের জন্য কোনও রকম অনুমতি বা নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দিতে অস্বীকার করে।

এই অবস্থায় ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, তাঁরা মানববন্ধনের আয়োজন করবেন, কারণ তাঁদের কোনও অনুমতির প্রয়োজন নেই। দেবাশিস হালদার, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম প্রতিনিধি, জানান, “ধর্মতলা থেকে মানববন্ধন শুরু হবে। কোথায় শেষ হবে, পরে জানিয়ে দেওয়া হবে। আমরা কার্নিভাল ভেস্তে দিতে চাই না।”

ডাক্তারদের আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পুন্যব্রত গুণ এবং হীরালাল কোনার এক বিবৃতিতে বলেন, “আমরা কখনওই রাজ্য সরকারের কার্নিভাল বাতিল করার দাবি করিনি। আমরা উদযাপনের সাংবিধানিক অধিকারকে সম্মান করি। তবে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদেরও আছে।”

অসুস্থ আরও এক অনশনকারী

এ দিকে আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল থেকেই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন, কিন্তু তবু ‘আমরণ অনশন’ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাতের দিকে অনশন মঞ্চের পাশে শৌচালয়ে যাওয়ার সময় তনয়ার মাথা ঘুরে যায় এবং তিনি পড়ে যান। এরপর তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তনয়া কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক।

আন্দোলনকারী চিকিৎসকদের সূত্রে জানা গেছে, তনয়ার রক্তচাপ কমে ৮৬/৬২ হয়ে গিয়েছিল, যা অত্যন্ত বিপজ্জনক। মাথা ঘুরানোর কারণে তাঁকে কয়েকজন ধরে শৌচালয়ে নিয়ে যাচ্ছিলেন, যেখানে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়।

সকাল থেকেই তনয়া শারীরিক অসুস্থতার লক্ষণ দেখাচ্ছিলেন। তাঁর মাথা ঘুরছিল, উঠে বসা বা শুয়ে থাকা, দুটোই কষ্টকর হয়ে উঠছিল। পরীক্ষায় দেখা যায়, তাঁর রক্তচাপ ৯৮/৭০ এবং ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ় (সিবিজি) মাত্র ৬৩-তে নেমে আসে। কিটোন বডির উপস্থিতি ৩+ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যা তার শরীরের অবস্থা গুরুতর হওয়ার সংকেত দেয়। সন্ধ্যায় তাঁর রক্তচাপ আরও কমে যায়। চিকিৎসকেরা সতর্ক করেছিলেন যে, সিবিজি ৬০-এর নিচে গেলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবু তনয়া অনশন ভাঙতে চাননি এবং ১০ দফা দাবির পক্ষে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সংকল্পে অটল ছিলেন, যা আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছিল।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।

বুধবারও ৭ জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।