ডেঙ্গি: দিনরাতের চিকিৎসা পরিষেবা দেবে কলকাতা পুরসভা

0

ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার অধীনে থাকা দু’টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে দিনরাত খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য, অতীন ঘোষ। তবে কোন দুটো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ডেঙ্গি আক্রান্তদের দিনরাতের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, তা এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন মেয়র পারিষদ।

যথেষ্ট ফান্ড না থাকায় এই পরিষেবা চালু করতে সময় লাগছে বলে জানিয়েছেন অতীন ঘোষ।

এর পাশাপাশি ডেঙ্গি রোগ নির্ধারণের জন্য আগামী মাসের শুরুতেই শহরে আরও পাঁচটা স্বাস্থ্য কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা।

বর্তমানে পুরসভার অধীনে থাকা স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে মাত্র পাঁচটিতে ডেঙ্গি রোগ নির্ধারন করা হয়ে থাকে। অতীন ঘোষ জানান, চলতি বছরে এরকম আরও পাঁচটি হেলথ সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার।

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন