মশা মারতে আর কামান দাগা নয়। ডেঙ্গির লার্ভা দমনে কলকাতা পুরসভা এখন থেকে ব্যবহার করবে ‘থিমফস ওয়েল’।
কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, থিমফস ওয়েল তৈরি হয় চন্দ্রমল্লিকা ফুলের নির্যাস থেকে। মশা বা ডেঙ্গির লার্ভা মারার ক্ষেত্রে এই তেল যথেষ্ট কার্যকর। এর আগে মশা মারার জন্য ধোঁয়া বা কেমিক্যাল ওয়েল ব্যবহার করা হত। এর ফলে ব্যাপক ভাবে মশার নিধন হলেও ক্ষতি হত আশেপাশের মানুষেরও। কিন্তু থিমফস ওয়েল এ ক্ষেত্রে পুরোপুরি নিরাপদ। এই তেল ব্যবহার করলে মশা বা ডেঙ্গি-লার্ভার নিধনই শুধু হয়, মানুষের কোনও ক্ষতি হয় না। এমনকি থিমফস ব্যবহারের সময় কোনও কারণে তা মুখে ঢুকে গেলেও কোনও ক্ষতি হয় না বলে জানান অতীনবাবু।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ভেক্টর ডিজিজ কন্ট্রোল বোর্ডের তরফে ঠিক করে দেওয়া হয় এই সব ক্ষেত্রে কোন তেল ব্যবহার করা হবে। তাদের নির্দেশ অনুযায়ীই অরগানিক থিমফস তেল ব্যবহার করা হচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।