kolkata rains

কলকাতা: রাত বারোটা থেকে আকাশ ভাঙা বর্ষণে ভেসে গেল কলকাতা। গত দশ বছরে রেকর্ড ভাঙা গরমের এক সপ্তাহের মধ্যেই রেকর্ড ভাঙা বৃষ্টি নামল শহরে।

সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে জোর বৃষ্টি হয়েছিল। তার পরে সন্ধেটা কিছুটা রেহাই দেওয়ার পরে রাত বারোটার পর যেন আকাশ ভাঙে শহরের ওপরে। তবে বৃষ্টির দাপট উত্তরের থেকে দক্ষিণে অনেক অনেক বেশি ছিল।

আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৬৩ মিমি, যা গত দশ বছরে সর্বোচ্চ। তবে কলকাতা পুরসভার তথ্য বলছে, সোমবার রাত সাড়ে বারোটার পর থেকেই আসল বৃষ্টি শুরু হয় কলকাতায়। বলা ভালো দক্ষিণ কলকাতায়। রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ দেখে নিন।

আলিপুর- ১০৯.৭ মিমি, বেহালা- ১০৮.৮ মিমি, জোকা- ৮৫.৬ মিমি, পাটুলি- ১০৪.৬ মিমি, বালিগঞ্জ- ৬৭.৩ মিমি, পামারবাজার- ৫৯.৪, উলটোডাঙা- ৩৪ মিমি, বরাহনগর- ৫৯.৬, দমদম- ৭ মিমি।

তবে মঙ্গলবার বেলার দিকে সূর্যের মুখ দেখেছে কলকাতা। আপাতত বৃষ্টি বন্ধ হলেও, আগামী ৪৮ ঘণ্টায় আরও বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here