কলকাতা: সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। অডিও-কাণ্ডে গ্রেফতারির ৫ দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল তাঁর। একই সঙ্গে তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
আদালতের রায় অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া এই মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না। শুধু তাই নয়, আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের তদন্তও চালাতে পারবে না।
এই মামলায় চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। পাল্টা হিসেবে কলতান দাশগুপ্তও চার সপ্তাহের মধ্যে নিজের হলফনামা জমা দিতে পারবেন।
আদালত পরবর্তী শুনানির জন্য ১৮ নভেম্বর তারিখ ধার্য করেছে। এই রায়ে বাম শিবিরে স্বস্তির হাওয়া। কলতানের সমর্থকরা আদালতের বাইরে এই রায়কে স্বাগত জানিয়েছেন।
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও ১৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত সংক্রান্ত দুজনের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই ঘটনায় গ্রেফতার করা হয় কলতানকে।