দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমলেও স্বস্তি মিলবে না। বৃষ্টি হবে, কিন্তু গরমও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় শনিবারের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সতর্কতা নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার এবং সোমবার কলকাতায় আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। মঙ্গলবার থেকে আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টির মাঝেই বাড়বে গরম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর দু’দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। তবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি কম।
উত্তরবঙ্গে meanwhile বর্ষা প্রবেশ করে ফেলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে শনিবারের জন্য।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে সারা সপ্তাহ ধরেই বৃষ্টি চলতে পারে। তবে রবিবার থেকে সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ফলে একদিকে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি, অন্যদিকে ক্রমবর্ধমান গরম—এই দুইয়ের মধ্যে দিয়ে আগামী ক’দিন কাটবে রাজ্যবাসীর।